মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গতকাল ২৩শে অক্টোবর রাজবাড়ী কালেক্টরেটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবুর নেতৃত্বে পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া, ধাওয়াপাড়া এবং সোনাকান্দর এলাকায় বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে আটককৃত জেলেদের মধ্যে ৯জন জেলেকে ১৫ দিন, ২জনের ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং ১জনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে জব্দকৃত মোবাইল কোর্ট ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোস্তফা আল রাজীব ও মৎস্য সম্প্রসারণ অফিসার জনাব মোস্তফা কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com