শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দে সার্বিক নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেছে পৌরসভার ১০ সদস্য বিশিষ্ট একটি টিম।
ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত গোয়ালন্দ পৌরসভার প্রত্যেকটি মন্দিরে সার্বক্ষনিকভাবে কাজ করে টিমের সদস্যরা। এ পর্যবেক্ষণ টিমের নেতৃত্ব দেন গোয়ালন্দ পৌরসভার উচ্চমান সহকারী রুহুল আমিন।
এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সকল আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের গোয়ালন্দ পৌরসভার একটি মনিটরিং টিম প্রত্যেক মন্দিরে মন্দিরে কাজ করেছে। তারা দুর্গাপূজা উপলক্ষে গোয়ালন্দ পৌরসভার ১৬টি মন্দিরে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছে এবং পূজায় সার্বিক নিরাপত্তার সকল তথ্য আমার কাছে প্রেরণ করেন। আমি মনে করি পৌরসভার ১০ সদস্য বিশিষ্ট টিমটি যে ভাবে কাজ করেছে তাতে পূজার আয়োজকরা কিছু হলেও শঙ্কা মুক্ত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com