গোয়ালন্দে ২৫টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী

মইনুল হক মৃধা || ২০২৩-১০-২৫ ১১:৫৮:২২

image

দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ও পৌরসভার ২৫টি মন্ডপ পরিদর্শন করেছেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী।

 গত ২২শে অক্টোবর বিকাল থেকে উপজেলার বড় বাড়ী সার্বজনীন পূজা মন্দির, বালক সমিতি সার্বজনীন পূজা মন্দির, গোয়ালন্দ বাজার সার্বজনীন পূজা মন্দির, গোয়ালন্দ বাজার সার্বজনীন পূজা মন্দির গরুর হাট, বিন্দু পাড়া সার্বজননী পূজা মন্দির, রাম কৃষ্ণ পল্লী সার্বজনীন পূজা মন্দির, নতুন কুড়ি মানব সেবা সার্বজনীন পূজা মন্দির, নগর রায়ের বাড়ী পূজা মন্দির, সুখদের মন্ডলের বাড়ী সার্বজনীন পূজা মন্দির, তারাপদ মন্ডলের বাড়ী সার্বজনীন পূজা মন্দির, ডাঃ নিতিশ সরকারের বাড়ী দূর্গা মন্দির, কানাই ঘোষের বাড়ী সার্বজনীন পূজা মন্দির, শুকু শাস্তি দূর্গা মন্দির, সুনিল পাগলের বাড়ী সার্বজনীন পূজা মন্দির, গৌড় কবিরাজের বাড়ী দূর্গা পূজা মন্দির, ভুগেল রবিদাস পাড়া যুব উন্নয়ন সমিতির সার্বজনীন পূজা মন্দির, মাখন রায়ের পাড়া সার্বজনীন পূজা মন্দির, দৌলতদিয়া বাজার সার্বজনীন পূজা মন্দির, কাটাখালী মহাদেব ফকিরের বাড়ী সার্বজনীন পূজা মন্দির, কাশিনাথের বাড়ী সার্বজনীন পূজা মন্দির, অশোক বিশ্বাসের বাড়ী পূজা মন্দির, কুচু বাড়ী পুজা মন্দির ও প্রভাতী সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন তিনি।

 পরিদর্শনকালে স্ব স্ব পূজা মন্ডপ কমিটির সাথে শুভেচ্ছা ও মতবিনিময়ের পাশাপাশি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী। এ সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 পরিদর্শনকালে মোস্তফা মুন্সী বলেন, এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়। এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির ঐক্য চেতনার মহা মিলনোৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আবহমানকাল থেকে হিন্দু মুসলমানসহ সকল ধর্মের লোকেরা মিলেমিশে উৎসব পালন করে থাকেন। বিশ্বে এ এক অনন্য নজির। পরিদর্শনে শারদীয় শুভেচ্ছা বিনিময়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নিয়ে সকলকে শান্তিপূর্ণভাবে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপনের আহবান জানিয়ে পূজার নামে কেউ মাদক, জুয়া, ইভটিজিং ইত্যাদি অসামাজিক কাজে লিপ্ত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। 

 তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com