রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকার॥৪জন জেলের জেল

মীর সামসুজ্জামান || ২০২৩-১০-২৫ ১২:০১:০২

image

 রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৪জন জেলেকে ১৫ দিনের কারাদন্ড ও ১২ জনকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। 

 গতকাল ২৪শে অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার ধাওয়াপাড়া, জৌকুড়া, উড়াকান্দা ও গোদার বাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়।

 অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু।

 আটককৃত জেলেদের দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ও মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ও ৫ ধারায় ৪জন জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১২ জন জেলেকে ১৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

 এ সময় জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোস্তফা আল রাজীব ও মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com