দৌলতদিয়ায় ফেনসিডিল ও গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

মইনুল হক মৃধা || ২০২৩-১০-২৬ ১৪:৩৩:৪৩

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন নিজ বসতবাড়ী থেকে গত ২৫শে অক্টোবর দিনগত গভীর রাতে ৩০ বোতল ফেনসিডিল ও ৭শত গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা মুন্নু মুন্সী (৪০)কে পুলিশ গ্রেফতার করেছে।

 সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন মজিদ শেখের পাড়ার মোকসেদ মুন্সীর ছেলে।

 থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫শে অক্টোবর দিনগত রাত ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) আশরাফুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মুন্নু মুন্সীর বসত বাড়ীতে অভিযান চালায়। এ সময় তার স্বীকারোক্তিতে তার বসত ঘরের শয়ন কক্ষের একটি ওয়ার ড্রপের ড্রয়ার থেকে সাদা প্লাস্টিকের ব্যাগ ভর্তি ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। একই ওয়ারড্রপ থেকে সবজু রঙের আরেকটি ব্যাগ থেকে ৭০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ২৮ হাজার টাকা। 

 গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। গতকাল ২৬শে অক্টোবর দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com