রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় দুর্গাপূজায় কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সার্বক্ষনিক নজরদারীতে ছিল উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।
সদ্য অনুষ্ঠিত দুর্গাপূজার বিষয়ে বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
বালিয়াকান্দি উপজেলায় দুর্গাপূজা চলাকালে রাজবাড়ী কালেক্টরেটের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসানসহ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়মিত উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com