রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ৪৮ পিস ইয়াবাসহ বিক্রেতা সুমন চাকি (৪০)কে ডিবি’র একটি দল গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতা সুমন চাকি পাবনা সদর উপজেলার ছোট শালগাড়িয়া এলাকার মৃত প্রদীপ চাকির ছেলে।
রাজবাড়ী ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭শে অক্টোবর রাত ৯টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪০০ টাকা।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া পতিতাপল্লী থেকে অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ সুমন চাকিকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে গোয়ালন্দ থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com