রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী ঢাকায় গ্রেপ্তার

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৩-১০-২৯ ১৭:২১:২৮

image

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু(৬০) ঢাকায় গ্রেফতার হয়েছে। 
 গত ২৮শে অক্টোবর রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। 
 গতকাল ২৯শে অক্টোবর সকালে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এডঃ মোঃ আসলাম মিয়া।
তিনি বলেন, গত ২৮শে অক্টোবর একদফা দাবীতে ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। সেই মহাসমাবেশে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এডঃ লিয়াকত আলী বাবু জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদান করে। সমাবেশে অতর্কিতভাবে পুলিশ হামলা চালায়। পুলিশের অতর্কিত হামলায় লিয়াকত আলী বাবু আহত হয় এবং তাকে পুলিশ বিনা অপরাধে গ্রেফতার করে। এ ঘটনায় আমরা রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে তার অবিলম্বে মুক্তি দাবী করছি।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com