পাংশার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের মিছিল-শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২৩-১০-৩১ ১৬:০৫:৩০

image

বিএনপি-জামায়াতের অরাজকতা, হরতাল ও অবরোধের প্রতিবাদে পাংশার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ৩১শে অক্টোবর বিকালে বাগলী বাজারে মিছিল শেষে পারডেমনামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 জানা যায়, গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাসের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাগলী বাজারে মিছিল বের করে। মিছিল শেষে বাজারের অদূরে পারডেমনামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 শান্তি সমাবেশে সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সরিষা ইউপির ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইকবাল হোসেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মতিয়ার রহমান ও সরিষা ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার মকবুল হোসেন প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন।

 স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হাই, সরিষা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বাদশা শেখ, সরিষা ইউনিয়ন কৃষক লীগের সেক্রেটারী ও ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রশিদ, ৪নং ওয়ার্ডর মেম্বার জাহাঙ্গীর হোসেন ও ৯নং ওয়ার্ডের মেম্বার জিয়াসহ সরিষা ইউনিয়ন আওয়ামী লীগ এবং সরিষা ইউপির ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস পর্যায়ক্রমে সরিষা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে শান্তি সমাবেশ করার ঘোষণা দেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com