বালিয়াকান্দিতে প্রদর্শনীভূক্ত ৯০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

তনু সিকদার সবুজ || ২০২৩-১০-৩১ ১৬:০৫:৫৬

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

 গতকাল ৩১শে অক্টোবর সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ২০২৩-২০২৪ অর্থ বছরে সরিষা-বোরো-রোপা আমন ও তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য প্যাটার্ন ভিত্তিক একক প্রদর্শনীর ৯০ জন কৃষকদের মাঝে ১০ ধরনের সার, বীজ ও ওষুধ বিতরণ করা হয়।

 উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম এসব কৃষকদের হাতে উপকরণগুলো তুলে দেন। এ সময় কৃষি সম্প্রসারন কর্মকর্তা হাসানুজ্জামানসহ কৃষি দপ্তরের সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com