রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনালে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে গতকাল ৩১শে অক্টোবর বেলা ১১টার দিকে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল, ধর্মঘটসহ ধ্বংসাত্মক কর্মকান্ড বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাজেদ মন্ডলের সভাপতিত্বে সমাবেশে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটো, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জুলহাস মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা ইব্রাহিম খলিল, মোস্তফা ফকির, শফিকুল ইসলাম, ফারুক খান, আতিয়ার রহমান, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সার্বক্ষনিক রাজপথে থেকে বিএনপি-জামায়াতের যেকোন অপতৎপরতা রুখে দিতে অঙ্গীকার ব্যক্ত করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com