গোয়ালন্দে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

মইনুল হক মৃধা || ২০২৩-১১-০১ ১৮:৩৮:০৪

image

“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল ১লা নভেম্বর জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
 এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, মোস্তফা মেটাল ইন্ড্রাষ্টিজ লিমিটেডের পরিচালক ও মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ উদ্যোক্তা মোঃ সেলিম মুন্সী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা পরিষদের যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, উদ্যোক্তা সেলিনা ফকির ও আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে যুবদের বীরত্বপূর্ণ অবদান ও মহান আত্মত্যাগ চিরঅম্লান হয়ে থাকবে। যুব সমাজ জাতির প্রাণশক্তি, উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। তারা সাহসী, বেগবান, প্রতিশ্রুতিশীল, সম্ভাবনাময় ও সৃজনশীল। যুবসমাজকে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি কর্মসংস্থান, আত্মোন্নয়ন ও সমাজ বিনির্মাণে গতিশীল ভূমিকা রাখতে হবে।
 আলোচনা সভা শেষে যুবদের মধ্যে যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে ছোট ভাকলা ইউনিয়নে একটি ঈদ ময়দানের উন্নয়ন কাজের জন্য ২০ হাজার টাকার একটি অনুদানের চেক বিতরণ করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com