রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে গতকাল ১লা নভেম্বর দুপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিউনিটি পুলিশ ও স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেন নবাগত অফিসার ইনচার্জ ইফতেখারুল আলম প্রধান।
মতবিনিময় সভায় তিনি বলেন, কোন মামলা থানায় দায়ের করতে টাকা পয়সা লাগবে না। এলাকার দালাল ধরে ওসির সাথে দেখা করতে হবে না। ওসির দরজা সকলের জন্য সার্বক্ষণিক খোলা থাকবে। রাজবাড়ী থানা এলাকায় মাদকমুক্ত, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, গ্রেফতারে পুলিশকে সহযোগীতার জন্য সকলকে আহ্বান করেন তিনি।
সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান বলেন, কেউ কারো সাথে শত্রুতা মূলকভাবে কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করবেন না। কেউ মিথ্যা অভিযোগে পুলিশের হয়রানীর শিকার হবে না।
শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহীন খানের সভাপতিত্বে সভায় রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, শ্রমিক নেতা মোঃ খালেক সরকার, আওয়ামী লীগ নেতা মোঃ শহিদ খা, শহীদ ওহাবপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন কুমার দাস ও সাধারণ সম্পাদক আঃ রহমান খান মনো প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা মোঃ ফজলুল হক বলেন, বিএনপি ও জামায়াত শিবিরের অত্যাচার জনগণ এখনো ভুলেনি। গোয়ালন্দ মোড় এলাকার যেকোন অপশক্তি তৎপরতা কঠোর হস্তে দমন করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com