টানা ২২দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মায় ইলিশ আহরণের প্রস্তুতি নিচ্ছে জেলেরা

মইনুল হক মৃধা || ২০২৩-১১-০২ ১৬:১৪:৩৭

image

 টানা ২২দিনের নিষেধাজ্ঞা শেষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ইলিশ আহরণের প্রস্তুতি নিচ্ছে পদ্মা পাড়ের জেলেরা। 
 গতকাল ২রা নভেম্বর গোয়ালন্দ উপজেলার পদ্মা পাড়ের বিভিন্ন জেলে পল্লী ঘুরে এই তথ্য পাওয়া যায়।
 ইলিশের বংশ বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে সরকারী ঘোষণা অনুযায়ী, গত ১২ই অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত ২২দিনের নদীতে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা দেওয়া হয়। যার কারণে দীর্ঘ দিন জেলারা নদীতে নামতে না পেড়ে বেকার জীবন অতিবাহিত করে। 
 যদিও সরকারের ঘোষনা অনুযায়ী এই নিষেধাজ্ঞার সময়ে প্রকৃত জেলেদের কার্ডের আওতায় সহায়তা দেওয়ার কথা বলা হলেও বাস্তবে প্রকৃত জেলেদের পরিবর্তে বিভিন্ন ব্যবসায়ী ও অন্য পেশার লোকদের কার্ডের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়। যার ফলে নিষেধাজ্ঞার সময়ে বেশিরভাগ প্রকৃত জেলে সহযোগিতা না পেয়ে মানবেতর জীবনযাপন করার কারণে ক্ষোভ জানিয়ে  ভবিষ্যতে মূল জেলেদের কার্ডের আওতায় আনার জোর দাবিও জানান।
 এ প্রসঙ্গে অন্তার মোড়ের জেলে নেকবার আলী জানান, দিনে দিনে জেলে পেশার লোক কমছে। এ  পেশায় নতুন করে কেউ আর যোগ হয় না। ঋণের বেড়াজালে আর কাঙ্খিত মাছ না পাওয়ায় এমনটা হয়েছে। আমরা বৃহস্পতিবার মধ্যে রাতে মাছ ধরতে যাব নদীতে । বিগত দিনে তেমন মাছ ধরা পড়েনি। এখনো ঋণ দেওয়া শেষ হয়নি। এবারে পাররো কিনা তাও বলতে পারছিনা।
 এছাড়াও অন্য জেলেদের মধ্যে হাসেম শেখ, ওমর আলী, মুসা সরদার বলেন, মা ইলিশ না ধরার জন্য সরকার যে অভিযান দেয়, আমরা তা মানি। তবে পাবনা, ঠালার চর, রাখালগাছি এলাকার অসাধু জেলেরা এসে অধিকাংশ ইলিশ ধরে নিয়ে যায়। যে কারণে অভিযান শেষে নদীতে নেমে আমরা কোনো মাছ পাই না। ঋণ করে নতুন জাল, নৌকা মেরামত করতে শ্রমিকদের টাকা দিতে হয়। এরপর নদীতে মাছ না পাওয়া গেলে আমাদের খুবই খারাপ অবস্থায় পড়তে হয়। নিষেধাজ্ঞার সময় আমাদের যে পরিমাণ খাদ্য সহায়তা দেওয়া হয়, তা দিয়ে কিছুই হয় না। এখনকার বাজারে জিনিসপত্রের যে পরিমাণ দাম তাতে আমাদের সংসার নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়, এমনকি সন্তানদের পড়া-লেখার খরচ চালানো আমাদের জন্য অসম্ভব। ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য আইন-শৃঙ্খলা বাহিনী আরও কঠোর হলে কোনো জেলেই নদীতে নামতে পারবে না। আমরা লাখ লাখ টাকা বিনিয়োগ করে বসে থাকি। বাইরের অসাধু জেলেরা এসে মা ইলিশ ধরে নিয়ে যায়। 
 রাজবাড়ী জেলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকার ২২ দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা বাস্তবায়নে জেলা ও উপজেলা টাস্কফোর্সের চেষ্টা অব্যাহত ছিল। জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ মিলে অভিযান সফল করেছি। এরপরেও কিছু অসাধু জেলে মাছ আহরণ করেছে। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা বৃহস্পতিবার দিনগত মধ্যরাত থেকে নদীতে নামতে প্রস্তুতি নিচ্ছেন। আশা করি, তারা কাঙ্খিত মাছ শিকার করতে পারবে। 
 এছাড়াও তিনি কার্ড নিয়ে জেলেদের অভিযোগের বিষয়ে বলেন, যারা মাছ ধরার সাথে জড়িত না কিছু লোক কার্ড পেয়েছে এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। এমন কেউ থেকে থাকলে যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের কার্ড বাতিল করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামীতে যাতে কার্ডের সংখ্যা বৃদ্ধি করা যায় সে বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com