রাজবাড়ীতে সদ্য প্রয়াত কবি আসাদ চৌধুরীর স্মরণে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের আয়োজনে গতকাল ৪ঠা নভেম্বর বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমীর ২য় তলায় আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসিরের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে স্মৃতি সংসদের উপদেষ্টা নুরুল হক আলম, বিশ্বভরা প্রাণের সভাপতি মোঃ আতাউর রহমান ও কবি শ ম রশীদ আল কামাল বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে সদ্য প্রয়াত কবি আসাদ চৌধুরীর স্মরণে প্রবন্ধ পাঠ করেন কবি শ ম রশীদ আল কামাল।
এছাড়া কবি আসাদ চৌধুরীর জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা ও কবিতা আবৃত্তি করেন মোঃ হাফিজুর রহমান, অজয় দাস তালুকদার, কমল কান্তি সরকার, কবি বাবলু মওলা, কবি ইউসুফ বাশার আকাশ, কবি আতাউল হক, কবি খোকন মাহমুদ, কবি ফারহানা মিনি, মোঃ রফিকুল ইসলাম, মৌসুমী সাথী ও রাইসুল ইসলাম রাব্বী।
এ স্মরণ সভা অনুষ্ঠান সঞ্চালনা করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com