কালুখালীর বোয়ালিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা এডঃ আজম খান নিহত

মোক্তার হোসেন || ২০২৩-১১-০৪ ১৬:২৩:৪১

image

রাজবাড়ী বার এসোসিয়েশনের সদস্য ও বিএনপি নেতা এডভোকেট সাইফুজ্জামান খান আজম(৫৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

 তিনি পাংশা উপজেলার মৌরাট ইউপির ধুলিয়াট গ্রামের ছগিরুজ্জামান খান ওরফে জোসনা খানের জ্যেষ্ঠ পুত্র। তিনি রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং মৌরাট ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

 পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ এস এস আসাদুজ্জামান জানান, এডভোকেট সাইফুজ্জামান খান আজম পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ধুলিয়াট গ্রামের নিজ বাড়ি থেকে গত ৩রা নভেম্বর বিকালে ডিসকভার মোটর সাইকেল নিয়ে রাজবাড়ী শহরের ভবানীপুরের বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর এলাকায় এলে তিনি অসুস্থ হয়ে কিংবা অন্য কোন কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল থেকে ছিটকে মহাসড়কের উপর পড়ে যায়। হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে রাত ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

 ওসি আরও জানান, এডভোকেট সাইফুজ্জামান খান আজমের মোটর সাইকেলটি অক্ষত রয়েছে। সেটি উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

  গতকাল ৪ঠা নভেম্বর রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে বাদ আসর ধুলিয়াট নিজ গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাযার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মোঃ নুরুল আলম। 

 মৃত্যুকালে তিনি ১পুত্র, ২কন্যা সন্তান, পিতা-মাতাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com