দৌলতদিয়ায় রাস্তার কাজের উদ্বোধন

মইনুল হক মৃধা || ২০২৩-১১-০৬ ০৪:৫২:৪৮

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে গতকাল ৫ই নভেম্বর দুপুরে সৈদাল পাড়া-নুরু খার বাড়ী পর্যন্ত ২২১৮ মিটার মাটির রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে। 
 এ কাজের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী। এ সময় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, প্যানেল চেয়ারম্যান মোঃ জামাল, মহিলা প্যানেল চেয়ারম্যান মোছাঃ চম্পা আক্তার, ইউনিয়ন পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ নুরজাহান বেগম, ইউনিয়ন পরিষদ সচিব মেনামুল হাসান মিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 এলাকাবাসীরা বলেন, এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিলো। এই মাটির রাস্তাটি এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, যা আজ বাস্তবে রূপ নিচ্ছে। এ সময় সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান ও দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
 গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর, সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে দৌলতদিয়া ইউনিয়নের সৈদাল পাড়া হতে নুরু খাঁর মোড় পর্যন্ত ২২১৮ মিটার মাটির রাস্তার কাজ শুরু হয়েছে।
 তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজে বিশ্বাসী। তাই তো আজ বাংলাদেশ একটি উন্নত দেশ হিসাবে সবার কাছে পরিচিত। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com