রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর বাজারে গতকাল ৬ই নভেম্বর সকালে বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ঐশীর আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচিতে ঐশী খাতুনের পিতা মোঃ জিল্লুর রহমান, বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল, মেঘনা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুল ইসলাম অরফে ছাত্তার মাস্টার, হাবাসপুর থিয়েটারের সাধারণ সম্পাদক আল মাসুদ মাল, ঐশীর চাচা বাদশা মন্ডল, নবম শ্রেণীর ছাত্রী এশা, ৮ম শ্রেণী ছাত্র রাফি ও একই শ্রেণীর ছাত্রী মোহনা প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ঐশীর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। সে বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী ছিল। স্কুলে তারই সহপাঠী একজন ছাত্র ঐশীকে উত্যক্ত করায় সে আত্মহত্যা করে। আত্মহত্যায় প্ররোচনাকারী ওই স্কুল ছাত্রের আইনি আওতায় এনে বিচার দাবী করেন তারা। মানববন্ধন কর্মসূচিতে উপস্থাপনা করেন বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ।
মানববন্ধন কর্মসূচিতে বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করে।
জানা যায়, বাহাদুরপুর ইউপির বাগমারা গ্রামের জিল্লুর রহমানের কন্যা এবং বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ঐশী খাতুন(১৩) গত ২রা নভেম্বর বিকালে স্কুল থেকে বাগমারা নিজ বাড়িতে ফিরে ঘরের মধ্যে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঐশীর আত্মহত্যার ঘটনায় বিদ্যালয়সহ অত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় ঐশীর পিতা জিল্লুর রহমান বাদী হয়ে ২রা নভেম্বর পাংশা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, সহপাঠী মুকমিন ঐশীকে উত্যক্ত করতো। গত ২রা নভেম্বর মুকমিন বিদ্যালয়ে ঐশীকে থাপ্পড় দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এ সব ঘটনার একপর্যায়ে স্কুল থেকে বাড়ীতে ফিরে ঐশী আত্মহত্যা করে। মুকমিন বাহাদুরপুর গ্রামের আমির মল্লিকের ছোট ছেলে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com