মুক্তিযোদ্ধা হত্যা দিবস রাজবাড়ীতে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৩-১১-০৭ ১৫:২৫:১২

image

রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের উদ্যোগে গতকাল ৭ই নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধা হত্যা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।
 বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আকবর আলী মর্জি ও বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাশেম বক্তব্য রাখেন।
 সভায় প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, প্রকৃত অর্থে যারা এ দেশের যারা কষ্ট করে যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছেন, তাদের এ দেশের প্রতি যে দরদ রয়েছে, তা অন্য কারো থাকবে না। অনেক মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে জিয়াউর রহমান। তাদের দল বিএনপি সারা দেশে অশান্তি, নৈরাজ্য সৃষ্টি, অবরোধ, হরতাল, আগুন দিয়ে জ¦ালাও পোড়া শুরু করেছে। আমার আগুন দিয়ে পোড়ানোর রাজনীতি করি না। আমরা চাই শান্তি। আপনারা যারা মুক্তিযোদ্ধা ভাইরা আছেন, তাদের বলি শেখ হাসিনা এ দেশের জন্য কতটা কার্যকরী, আপনার যেমন যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছেন, তেমনি এদেশের স্বার্থে জন্য শেখ হাসিনাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করতে হবে।
 অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com