গোয়ালন্দে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ

মইনুল হক মৃধা || ২০২৩-১১-০৮ ১৬:৫৮:২৭

image

বিএনপি-জামায়াত হরতাল অবরোধের নামে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল ৮ই নভেম্বর দুপুরে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করেছে নেতাকর্মীরা।

 রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নির্দেশক্রমে গোয়ালন্দ পৌর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক হয়ে পদ্মার মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। 

 অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, আবুল কালাম আজাদ, নুরে আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সালু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ হিরু মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 বক্তারা বলেন, এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জামায়াত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান তারা। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com