গোয়ালন্দে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২৩-১১-০৯ ১৬:৩০:১১

image

“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও”-শ্লোগানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের উদ্যোগে গতকাল ৯ই নভেম্বর বিকালে উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বর্ধিত সভা ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

 বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু বক্কার খান বক্তব্য রাখেন।

 সভায় গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের(ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আবুল হোসেন প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রামানিক ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, মোঃ মুরাদ হোসেন বক্তব্য রাখেন। আয়োজিত বর্ধিত সভা সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম মৃধা।

 আলোচনা সভা শেষে উজানচর ইউনিয়ন কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। সেই সাথে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আবুল হোসেন ও সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন প্রামানিককে দায়িত্ব দেয়া হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com