রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী খান (৫০)কে কুপিয়ে হত্যা চেষ্টা ঘটনায় থানা পুলিশ গতকাল শুক্রবার ২জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর এলাকা ফেরদৌস গাজীর ছেলে মোঃ শান্ত গাজী(১৯) ও উমর আলী মোল্লা পাড়া গ্রামের আকবর শেখের ছেলে মোঃ হারেজ শেখ(৩২)। গতকাল শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আইয়ুব আলীকে হত্যা চেষ্টার ঘটনায় গত ৯ই নভেম্বর দিনগত রাতে ৮জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে মেম্বারের ভাতিজা জাকির খান বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আইয়ুব মেম্বার হত্যা চেষ্টার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার ২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ৮ই নভেম্বর দিনগত রাতে পতিতাপল্লীতে অবস্থানকালীন সময়ে দুর্বৃত্তরা আইয়ুব মেম্বারকে এলোপাথারি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ফেলে যায়। বর্তমানে সে ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com