পাংশায় মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্মবার্ষিকী পালিত

মোক্তার হোসেন || ২০২৩-১১-১২ ১৭:১৭:৫২

image

জনপ্রিয় উপন্যাস ‘বিষাদ সিন্ধু’ রচয়িতা, খ্যাতনামা সাহিত্যিক, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্মবার্ষিকী আজ ১৩ই নভেম্বর। 

 এ উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ১২ই নভেম্বর বিকালে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, পাংশা এবং মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, পাংশা শাখার যৌথ উদ্যোগে স্থানীয় মিডিয়া কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি, ডঃ কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসুর সভাপতিত্বে এবং মুক্তকলম সাহিত্য সংস্কৃতি পরিষদ ও মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, পাংশা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের উপস্থাপনায় স্মরণসভায় মুক্তকলম সাহিত্য সংস্কৃতি পরিষদের পৃষ্ঠপোষক, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ তোজাম্মেল হোসেন, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দার, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, কাব্যপাড়ের সেতু গ্রন্থের লেখক, বিশিষ্ট ছড়াকার মোঃ আবুল হাশেম, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ কায়সার আলী, কবি উত্তম মিত্র, কবি সন্ধ্যা রানী কুন্ডু ও তরুন কবি মোঃ আসলামুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।

 সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু বলেন, মীর মশাররফ হোসেন ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তার প্রথম প্রকাশিত উপন্যাস রত্নাবতী। জমিদার দর্পণ, গাজী মিয়ার বস্তানী এবং বাজিমাৎ প্রভৃতি গ্রন্থে তার সমাজ সচেতনতার পরিচয় মেলে। বিষাদ সিন্ধু গ্রন্থের জন্য তিনি সমধিক প্রসিদ্ধ। বিষাদ সিন্ধু বাংলা সাহিত্যে স্বকীয় বৈশিষ্টে উজ্জল। উদাসিন পথিকের মনের কথা, হযরত উমরের ধর্মজীবন লাভ, গোজীবন, মুসলমানের বাংলা শিক্ষা প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ, বিবি কুলসুম প্রভৃতি উল্লেখযোগ্য। মীর মশাররফ হোসেন আজিজুন্নেহার নামক একখানি মাসিক পত্রিকা সম্পাদনা করতেন।

 অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু বলেন, বাংলা গদ্য সাহিত্যের অন্যতম দিকপাল মীর মশাররফ হোসেনের নামে রাজবাড়ী জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবীতে পরিণত হয়েছে।

 পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান বলেন, সুসাহিত্যিক মীর মশাররফ হোসেন তার লেখনীর মাধ্যমে সমাজ ব্যবস্থাকে আলোকিত করেছেন। 

 হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন, পুইজোর এজিএম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, কবি ও নাট্য ব্যক্তিত্ব মোঃ এবাদত আলী সেখ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সেলিম মাহমুদ, পুস্তক ব্যবসায়ী উদয় সিকদার কালুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com