বালিয়াকান্দি থানার পুলিশ গতকাল ১৪ই মে সন্ধ্যায় পূর্ব মৌকুড়ী ঋষিপাড়ার একটি মেহগনি বাগান থেকে দিলিপ সরকার(৩৫) নামের এক ট্রাক ড্রাইভারের লাশ উদ্ধার করেছে। উক্ত ট্রাক ড্রাইভার বালিয়াকান্দি সদর ইউনিয়নের দূর্গাবতী গ্রামের অজিত সরকারের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম হেদায়েতুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল থেকে সন্ধ্যার পর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com