অবরোধে রাজবাড়ীতে ট্রেনে যাত্রীদের ব্যাপক ভিড়

হেলাল মাহমুদ || ২০২৩-১১-১৩ ১৭:১০:৫৩

image

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ পর্যায়ে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচীর শেষ দিনে ট্রেনে খুলনা থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী মেইল ট্রেনে বেড়েছে যাত্রীর চাপ। দূরপাল্লার বাস চলাচল না করায় ট্রেনে এসব যাত্রীদের চাপ দেখা গেছে।

 সরেজমিন গতকাল সোমবার দুপুরে রাজবাড়ী রেলস্টেশনে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা মেইল ট্রেনের বগীতে এসব যাত্রীদের ভীড়ের চিত্র দেখা যায়।

 ট্রেনের যাত্রী আব্দুস সামাদ বলেন, ব্যবসায়িক কাজে মালমাল কিনতে খোকসা যেতে হচ্ছে। তাই মেইল ট্রেনে করে খোকসা যাচ্ছি। বেশির ভাগ সময় বাসে যাওয়া আসা করা হয়। অবরোধের কারণে দূরপাল্লার বাস চলাচল না করাতে বাধ্য হয়ে ট্রেনে যাচ্ছি।

 মেইল ট্রেনের ম্যানেজার আনিসুর রহমান বলেন, অবরোধে প্রত্যেকটি রেল স্টেশনে পুলিশ মোতায়েন আছে। তাই ট্রেনে কোন নাশকতার ঘটার সম্ভবনা নেই। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com