আমিরাতে ঘরোয়া অনুষ্ঠানের নিষেধাজ্ঞা ভঙ্গ করলেই গুণতে হচ্ছে জরিমানা

আমিরাত থেকে ওবায়দুল হক মানিক || ২০২০-০৯-২৪ ১৪:২০:৫৮

image

সংযুক্ত আরব আমিরাতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। জনগণের মধ্যেও রয়েছে সরকারী বিধি-নিষেধ মানার ব্যাপারে অনীহা। 

  এ অবস্থায় আমিরাত সরকারও কঠোর অবস্থান গ্রহণ করেছে। ঘরোয়া অনুষ্ঠানের উপরেও রয়েছে নিষেধাজ্ঞা। কেউ তা ভঙ্গ করলেই গুণতে হচ্ছে মোটা অংকের জরিমানা। 

  আমিরাতের স্বাস্থ্য বিভাগ জানিয়ে দিয়েছে, ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেও কোন জনসমাগম করা যাবে না। এ ক্ষেত্রে অনলাইনে টেলি কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান করার আহ্বান জানানো হয়েছে। 

 

  জানা গেছে, সম্প্রতি আমিরাতের রাজধানী আবুধাবীর একজন আর্টিস্ট জাঁকজমকপূর্ণভাবে একটি রেস্টুরেন্টে নিজের জন্মদিন পালন অনুষ্ঠানের আয়োজন করে। খবর পেয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সেখানে অভিযান চালিয়ে আয়োজক আর্টিস্টকে ১০ হাজার দিরহাম (২লক্ষ টাকা) এবং আগত অতিথিদের প্রত্যেককে ৫হাজার দিরহাম করে জরিমানা করে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com