রাজবাড়ী পৌরসভার ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী মন্টুর ইন্তেকাল

রফিকুল ইসলাম || ২০২৩-১১-১৬ ১৬:৪৬:০২

image

রাজবাড়ী পৌরসভার গোদার বাজার ধুনচি এলাকা বাসিন্দা ও পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্টু(৬৭) অসুস্থ জনিত কারণে গত ১৫ই নভেম্বর দিনগত রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 নজরুল ইসলাম মন্টু রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ড গোদার বাজার ধুনচি এলাকার মৃত মজিবর রহমান মন্ডলের মেঝ ছেলে।

 জানা গেছে, নজরুল ইসলাম মন্টু দীর্ঘ দিন যাবৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত ১৫ই নভেম্বর বিকালে শারিরীক অবস্থার অবনতি হলে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হয়। অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, সৌদী প্রবাসী এক ছেলে ও চার কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

 গতকাল ১৬ই নভেম্বর বাদ জোহর গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পৌরসভার আটাশ কোলনী কবরস্থানে দাফন সম্পূন্ন করা হয়। নামাযে জানাযার ইমামতি করেন গোদার বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু দাউদ। 

 নামাজে জানাযাতে রাজবাড়ী পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আজম আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আবু তালেবসহ বহু মানুষ অংশগ্রহণ করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com