রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির কাজী(নিকাহ রেজিস্টার) হারুন-অর রশিদ ওরফে মাছুমের বিরুদ্ধে বাল্যবিয়ে পড়ানোসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানায়, ভাতশালা ব্রিজের পাশে কাজী হারুন-অর রশিদ ওরফে মাছুমের একটি অফিস ঘর থাকলেও তা প্রায় সময়ই বন্ধ থাকে। তিনি কলিমহর ইউনিয়নের একটি দাখিল মাদরাসায় শিক্ষকতা করেন। কাজের জন্য এলাকায় তিনি একজন সহযোগী রেখেছেন। সহযোগীর সহযোগিতায় এলাকায় অবৈধভাবে বাল্যবিয়ে পড়ানোসহ নানা অনিয়ম দুর্নীতি করে আসছেন তিনি।
গতকাল ১৯শে নভেম্বর বিকালে সরেজমিন অফিসে গিয়ে তার সাক্ষাৎ মেলেনি। অফিস ঘরটি বন্ধ পাওয়া যায়। অফিস ঘরে লাগানো সাইনবোর্ডে তার দুটি মোবাইল ফোন নম্বর দেওয়া থাকলেও যোগাযোগ করা হলে ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। অফিস ঘরের আশপাশের লোকজন তার সম্পর্কে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ তুলে ধরেন। মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com