তিন জেলায় যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচন করবে পাংশা-লাঙ্গলবাঁধ গড়াই নদীর ব্রিজ

মোক্তার হোসেন || ২০২৩-১১-১৯ ১৮:৩৫:৩৮

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাংশা-লাঙ্গলবাধ সড়কের গড়াই নদীতে ৬৫০ মিটার দৈর্ঘ্য ব্রিজ নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন করতে স্থানীয় বাসিন্দারা দাবী জানিয়েছে।

 এলজিইডির পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের (সিআইবিআরআর) অধীনে ৬৩ কোটি ৯১ লক্ষ আটষট্টি হাজার টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান এম.এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃ ২০২০ সালের ৩রা জুন ব্রিজের নির্মাণ কাজ শুরু করে। চুক্তি মোতাবেক চলতি বছরের ৩রা জুন কাজ সমাপ্তির সময়সীমা শেষ হয়েছে। এ পর্যন্ত কাজ হয়েছে ৬৪%।

 এ ব্যাপারে গতকাল ১৯শে নভেম্বর দুপুরে সরেজমিন প্রজেক্ট ম্যানেজার বিজন কৃষ্ণ পাল জানান, বর্ষা মৌসুমে এক মাস নদীতে স্রোতের কারণে নির্মাণ কাজ বন্ধ ছিল। বর্তমানে নতুন করে নির্মাণ শ্রমিক কাজে লাগানো হয়েছে। ইতোমধ্যে ব্রিজের ৬৪% কাজ হয়েছে। আশা করি আগামী ১০দিনের মধ্যে নির্মাণ কাজে গতি ফিরে আসবে।

 স্থানীয়রা জানায়, পাংশা-রাজবাড়ীর সাথে ঝিনাইদহ-মাগুরার সংযোগ সৃষ্টির লক্ষ্যে পাংশা-লাঙ্গলবাধ সড়কের গড়াই নদীতে ৬৫০ মিটার দৈর্ঘ্য ব্রিজ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ব্রিজটি নির্মাণের ফলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা এবং রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী উপজেলাবাসীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ব্রিজ নির্মাণ কাজে তদারকি বাড়ানোর অভিমত ব্যক্ত করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com