রাজবাড়ীতে ডাঃ আবুল হোসেনের ৯৪তম জন্মদিন উপলক্ষে সভা-দোয়া

রফিকুল ইসলাম || ২০২৩-১১-২০ ১৬:২৬:২৪

image

রাজবাড়ীর কৃতি সন্তান, শিক্ষানুরাগী, দানবীর ডাঃ আবুল হোসেনের ৯৪তম জন্মদিন উপলক্ষে গতকাল ২০শে নভেম্বর দুপুরে ডাঃ আবুল হোসেন কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে আলোচনা সভা-দোয়া অনুষ্ঠান ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 

 ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) চৌধুরী আহসানুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় কলেজের সহকারী অধ্যাপক শ.ম রশীদ আল কামাল, সহকারী অধ্যাপক জয়তী দে, সহকারী অধ্যাপক সাহেব আলী বিশ^াস, মোঃ সেলিম ও মোঃ নাদের হোসেন বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ডাঃ আবুল হোসেনের দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম। 

 জানা গেছে, ১৯৩০ সালের ২০শে নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ভবদিয়া গ্রামে ডাঃ আবুল হোসেন জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন এবং ১৯৬৫ সালের তিনি উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ড চলে যান। বর্তমানে তিনি লন্ডনের অবস্থান করছেন। 

 ডাঃ আবুল হোসেন তাঁর কর্মজীবনে ১৯৯৬ সালে রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, মিসেস নূরজাহান হোসেন সরকারী প্রাইমারী স্কুল, আলহাজ্ব এম.এ করিম কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা, আলহাজ্ব এম.এ করিম মিউজিয়াম, আলহাজ্ব এম.এ করিম ট্রাস্টসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। জনহিতৈষী, উদার জ্ঞানী ব্যক্তিত্ব ডাঃ আবুল হোসেন জনসেবা ও দানশীলতার মহৎ গুণাবলী অর্জন করে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com