গোয়ালন্দে নৌকা চলাচলের চ্যানেল তৈরির কাজের উদ্বোধন

মইনুল হক মৃধা || ২০২৩-১১-২২ ১৫:৫৮:৪৩

image

গোয়ালন্দ উপজেলার উজারচর ইউনিয়নের দরাপেরডাঙ্গি ও জৈইনদ্দিনের মোড়ের মাঝামাঝি মরা পদ্মা খালে নৌকা দিয়ে পারাপারের জন্য প্রতিনিয়তই কচুরিপানার বাধার সৃষ্টি হচ্ছে। 

 এ বাঁধা লাঘবে গতকাল ২২শে নভেম্বর সকালে নৌকা পারাপারের জন্য ৫০০ মিটার ড্রাম ও বাশ দিয়ে সরু চ্যানেলের কাজের উদ্ধোধন করা হয়েছে। 

 পারপারের জন্য সরু চ্যানেলের এ কাজের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী।

 জানা গেছে, উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গি ও জৈইনদ্দিনের মোড়ের মাঝামাঝি মরা পদ্মা নদীর একটি শাখা রয়েছে। নদী পারাপারের জন্য কয়েকটি খেয়া নৌকা রয়েছে। ইউনিয়নের ৭ ও ৮নম্বর ওয়ার্ডের প্রায় ৫/৬হাজার মানুষের বর্ষাকালে নৌকা চলাচল করলেও বর্ষা শেষে কচুরিপানা জমে থাকার কারণে নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে নৌকাগুলো স্বাভাবিক ভাবে চলাচলের জন্য প্রায় ২৫০টি বাঁশ ও ৩০/৩৫টি ড্রামের মাধ্যমে একটি চ্যানেল তৈরি করা হচ্ছে। নির্মিত সরু চ্যানেলের খরচ ধরা হয়েছে ২লক্ষ টাকা।

 গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী জানান, এ অঞ্চলে স্কুল, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক রয়েছে। নানা প্রয়োজনে মানুষকে নদী পার হতে হয়। বহু আবেদন-নিবেদন করার পরও ওই স্থানে কোনো সেতু নির্মাণ না হওয়ায় আপাতত কচুরিপানা ঠেকাতে ড্রাম ও বাঁশ দিয়ে একটি চ্যানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছি। যেন মানুষের যাতায়াতের জন্য নৌকাগুলো চলাচল করতে পারে। তিনি আরও বলেন, আমরা ব্রিজের বিষয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com