আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার আওতাধীন এলাকায় গতকাল ২২শে নভেম্বর সকাল থেকে প্রদর্শিত বিভিন্ন ব্যক্তির নির্বাচনী পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি অপসারণ শুরু করেছে গোয়ালন্দ পৌরসভা।
নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং অফিসারের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুসারে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডলের নেতৃত্বে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে গত বুধবার সকাল ১০টা থেকে দিনব্যাপী পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণ শুরু করে।
অপসারণ কালে গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফজলুল হক, পৌর প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম খান, পৌর সচিব মোঃ রুহুল আমিনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল বলেন, নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং অফিসারের নির্দেশনা মোতাবেক সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধিমালা অনুসারে গোয়ালন্দ পৌরসভায় পোস্টার, লিফলেট, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, আলোকসজ্জা ইত্যাদি অপসারণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আমরা তারই প্রেক্ষিতে ৩দিন মাইকিং করেছি। এরপর পৌরসভার আওতাধীন এলাকা থেকে পৌরসভার পক্ষ থেকে তা অপসারণ শুরু করা হয়েছে। আগামী ২দিনের মধ্যে সব ধরনের ধরনের পোস্টার, লিফলেট, বিলবোর্ড ইত্যাদি অপসারণ করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com