রাজবাড়ীতে ডিবি অফিসার পরিচয় দিয়ে প্রতারণাকারী মফিক গ্রেপ্তার

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৩-১১-২৩ ১৮:২১:১০

image

রাজবাড়ী জেলার পাংশায় গোয়েন্দা শাখার কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের সদস্য মোঃ শামসুর রহমান মফিজ (২৮)কে পুলিশ গ্রেফতার করেছে।   
 গতকাল ২৩শে নভেম্বর সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার।
 গ্রেফতারকৃত আসামীর মোঃ শামসুর রহমান মফিজ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরঝিকড়ী পশ্চিমপাড়া গ্রামের মোঃ হারেজ মিয়ার ছেলে।
 প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, গত ২১শে নভেম্বর রাত পৌনে ৮টায় ভুক্তভোগী বাদী সোহেল রানাকে ফোন দিয়ে গুলশান ডিবি ঢাকার একজন কর্মকর্তা বলে পরিচয় দেয় গ্রেফতারকৃত শামসুর রহমান মফিজ। সে সোহেল রানাকে জানায় যে, তার নামে অজ্ঞাত মার্ডার মামলা হয়েছে। মামলার দায় হতে রক্ষা পেতে ২০ হাজার টাকা দিতে হবে। টাকা না দিলে মামলাটি গুলশান থানা হতে পাংশা থানায় ট্রান্সফার করা হবে। এরপর সোহেল টাকা না দেওয়ায় ওই দিন রাত সাড়ে ৯টার সময় আসামী মফিজ অন্য একটি মোবাইল নাম্বার থেকে সোহেলের মোবাইল নাম্বারে পুনরায় ফোন করে নিজেকে পাংশা থানার অফিসার পরিচয় দিয়ে ২০ হাজার টাকা দাবী করে। টাকা না দিলে পরের দিন পাংশা থানা পুলিশ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসবে।
 পরে ভুক্তভোগী পাংশা উপজেলার চরঝিকরি গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে মোঃ সোহেল রানা(৩৯) বাদী হয়ে গত ২২শে নভেম্বর বিকালে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
 অভিযোগের প্রেক্ষিতে পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই ধৃত আসামী মোঃ শামসুর রহমান মফিজকে সু-কৌশলে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে এ প্রতারণার ঘটনা স্বীকার করে। গতকাল বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 
 অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বেও কুষ্টিয়া সদর থানায় প্রতারণার মামলা আছে। দীর্ঘদিন যাবৎ সে মোবাইল ফোনের মাধ্যমে নিজেকে বিভিন্ন সরকারী কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারনা করে আসছিলো।
 উল্লেখ্য, ভুক্তভোগী সোহেল রানা ও গ্রেফতারকৃত আসামী মোঃ শামসুর রহমান মফিজ একই গ্রামের বাসিন্দা। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com