কালুখালীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত

ফজলুল হক || ২০২৩-১১-২৩ ১৮:৩২:০৫

image

কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে গতকাল ২৩শে নভেম্বর বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে আগামী আগামী ৯ ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত এ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠিত হবে।

 কালুখালী উপজেলার নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা- আল-মামুনের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ এনায়েত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সুতপা কর্মকার, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহনেওয়াজ, সাওরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম।

 এ সময় সভায় কালুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার, সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com