পাংশায় বিনামূল্যে বোরো হাইব্রীড ধান বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

মোক্তার হোসেন || ২০২৩-১১-২৩ ১৮:৩৫:৪৫

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২৩শে নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রীড ধান বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ও হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান প্রমূখ বক্তব্য রাখেন।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী কর্মসূচির উদ্বোধন করেন এবং কৃষি প্রণোদনা কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের গুরুত্বারোপ করেন তিনি।

 কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ বলেন, এ পর্যায়ে ২হাজার প্রান্তিক কৃষকের মাঝে ২কেজি করে বোরো হাইব্রীড ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে যে কোন প্রয়োজনে কৃষকদের সরাসরি কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন তিনি।

 জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com