ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকায় গতকাল ২৪শে নভেম্বর দুপুরে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহন (ঢাকা-মেট্টো-ব-১৫-৮৮৪০) বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দুটি দোকান ভেঙ্গে খাদে পড়ে যায়। এতে যাত্রীবাহী বাসের ৫জন গুরুতর আহত ও দুটি দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় আহত বাস যাত্রীদের দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
যাত্রীবাহী বাসের যাত্রী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ এসকেন্দার আলী তালুকদার বলেন, বাসের ড্রাইভার অতিরিক্ত গতি নিয়ে চালাচ্ছিলো। যাত্রীরা বার বার নিষেধও করলেও বাস চালক তা শুনেনি। জমিদার ব্রিজ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকান ভেঙ্গে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মুদি দোকানের মালিক মোঃ হালিম মোল্লা বলেন, যাত্রীবাহী বাসের চাপা পড়ে দোকানের টিভি, ফ্রিজ সহ প্রায় ৬লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে।
অপর দোকানী ওষুধ ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম বলেন, দুপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানগুলো চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে আমার দোকানের ২লক্ষাধিক টাকা ক্ষয় ক্ষতি হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে আজ জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম।
আহলাদীপুর হাইওয়ে পুলিশের এস.আই মোঃ আল মাহমুদ জানান, দুর্ঘটনায় কবলে ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী বাস উদ্ধার করে হাইওয়ে থানায় আটক করা হয়েছে। বাসের চালক, হেলপার, সুপারভাইজার পলাতক রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী প্রক্রিয়াধীন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com