গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে গতকাল ২৪শে নভেম্বর রাত ৮টায় মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে দিরাজতুল্লা মৃধা পাড়া ঈদগাহ মাঠে আত্ম নির্ভরশীলতা ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার, মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সেলিম মুন্সী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম মৃধা, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মাকসুদুল শাওন ও উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম পাপ্পু মৃধা বক্তব্য রাখেন।
সভায় মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মোস্তফা মেটালে ইন্ডাস্ট্রিজ লিঃ-এর পরিচালক মোঃ সেলিম মুন্সী বলেন, কোন একটি সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য যুব সমাজের অবদান অপরিসীম। পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর এ সকল অর্জন যুব সমাজের নিকট হতে তখনই আশা করা যায়, যখন তারা ধর্মীয় অনুশাসন মেনে চলে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com