ঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ২৬শে নভেম্বর দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০জন খেলোয়ারের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক আবু কায়সার খান খেলোয়ারদের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন। এ সময় ৭জন খেলোয়ারের প্রত্যেককে ২৪হাজার টাকা ও ৩জন খেলোয়ারের প্রত্যেককে ১২হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা, জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ও জেলা মহিলা সংস্থার সাধারণ সম্পাদক মীর মাহফুজা খাতুন মলি উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com