জামিনে মুক্ত গোয়ালন্দের বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর নিজাম

আবুল হোসেন || ২০২০-০৯-২৫ ১৬:০০:১৬

image

‘রাষ্ট্রীয় কাজে বাধাদানের মামলায়’ এক মাস জেল হাজতে(কারাগারে) থাকার পর হাইকোর্টের আদেশে জামিনে মুক্তি পেয়েছেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ। 
  গত রবিবার হাইকোর্টের একটি বেঞ্চ জামিন মঞ্জুরের পর রাজবাড়ী জেলা কারাগারে কাগজপত্র এসে পৌঁছালে গত ২৪শে সেপ্টেম্বর সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু এবং সদস্য-সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলালসহ গোয়ালন্দের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এর আগে গত ২৪শে আগস্ট ২০১৮ সালে পুলিশের করা একটি মামলায় রাজবাড়ীর ২নং আমলী আদালতে আত্মসমর্পনের পর আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান খায়রুল্লাহ আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com