পাংশা হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কালুখালী প্রতিনিধি || ২০২৩-১১-২৯ ১৪:১৫:২৮

image

 রাজবাড়ী জেলার পাংশা হাইওয়ে থানার উদ্যোগে গতকাল ২৯শে নভেম্বর দুপুরে হাইওয়ে থানার সম্মেলন কক্ষে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

 সভায় প্রধান অতিথি হিসেবে মাদারীপুর রিজিয়ন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। 

 পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) একেএম হাসানুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজনু ও গান্ধিমারা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সাইদুর রহমান বক্তব্য রাখেন। 

 সার্জেন্ট মাহমুদুন্নবী’র সঞ্চালনায় অতিথি হিসেবে কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, ব্যবসায়ী আঃ লতিফ, ইজিবাইক চালক আক্কাস খান, বাচ্চু বিশ্বাস, মোঃ বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ। আপনারা যারা ইজিবাইক চালান তারা বাইপাস সড়ক ব্যবহার করবেন। মহাসড়কে যে কোনো দূর্ঘটনা ঘটলে সাথে সাথে ৯৯৯ এ ফোন দিবেন অথবা হ্যালো এইচপি মোবাইল এ্যাপের মাধ্যমে যে কোনো সহযোগিতা নিতে পারেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com