আলী হোসেন পনির ৫৯তম জন্মবার্ষিকী উদযাপনের রাজবাড়ীতে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার || ২০২৩-১১-৩০ ১৪:৪২:৫৪

image

 রাজবাড়ীতে আলী হোসেন স্মৃতি সংসদের আয়োজনে গতকাল ৩০শে নভেম্বর বিকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ‘আলী হোসেন পনি’র ৫৯তম জন্মবার্ষিকী উদযাপনে সাংস্কৃতিক বোদ্ধাদের নিয়ে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 আলী হোসেন পনি রাজবাড়ী জেলার অন্যতম রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, আজন্ম আপোহীন সংগ্রামী আদর্শবাদী নেতা হিসেবে জেলা আওয়ামী যুব লীগের সাবেক সভাপতি ও আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন। 

 মতবিনিময় ও প্রস্তুতি সভায় বাবলা চৌধুরী, আজিজা  খানম, সৈয়দ সিদ্দিকুর রহমান, মোশাররফ হোসেন, ছায়া চক্রবর্তী, সেলিনা শাপলা ও রিজিয়া খান উপস্থিত ছিলেন।

 জানা গেছে, আলী হোসেন পনি’র ৫৯তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com