রাজবাড়ীতে গণজাগরণের শিল্প আন্দোলনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল ২রা ডিসেম্বর সন্ধ্যায় একাডেমির মিলনায়তনে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আবু কায়সার খান বক্তব্য রাখেন।
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি অসীম কুমার পাল ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য গোলাম মওলা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com