দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল ২রা ডিসেম্বর বিকালে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন।
এ সময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুর রহমান খান মোমিন, সহ-সভাপতি খন্দকার গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক আক্কাছ আলী বাবু, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হেলাল মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ আব্দুস সালাম, সদর উপজেলা শাখার সভাপতি বাবু রতন সরকার, সাধারণ সম্পাদক সার্জেন্ট আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম মন্টু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল মাহমুদ, ওলামা পার্টির সভাপতি মাওলানা লুৎফর রহমান, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ সোলায়মান ও জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুনসহ ১৪টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী-১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এখান থেকেই যার যার এলাকায় ঐক্যবদ্ধ ভাবে প্রত্যেকে বাড়ীতে গিয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থীর জন্য ভোট চাইতে হবে। আপনাদের কোন ভাল পরামর্শ থাকলে সে পরামর্শগুলো আমাকে দিবেন। আগামী ১৮ই ডিসেম্বর সকাল থেকেই রাজবাড়ী সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে আপনাদের সাথে করে লাঙ্গলের জন্য ভোট চাইবো।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com