দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের টহল

তনু সিকদার সবুজ || ২০২৩-১২-০৩ ১৩:৪৫:০৭

image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল ৩রা ডিসেম্বর রাজবাড়ী-২ নির্বাচনী এলাকার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের লক্ষ্যে পরিচালিত মোবাইল কোর্ট সম্বলিত টিমের টহল পরিচালিত হয়েছে।  

 গতকাল রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের নেতৃত্বে এই টিমকে টহল দেন।

 টহল কালে বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com