গোয়ালন্দে অভিনব কায়দায় জুতার মধ্যে ১হাজার ৮৬১ পিস ইয়াবা পাচারকালে র্যাবের জালে ধরা পড়েছে মোঃ শাহ আলম(৩০) নামের মাদক পাচারকারী।
গতকাল ৪ঠা ডিসেম্বর প্রেস বিফ্রিংয়ে র্যাব-১০ ফরিদপুর সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য জানান।
গ্রেফতারকৃত মোঃ শাহ আলম বান্দরবন জেলার নাইক্ষ্যাংছড়ি উপজেলার ৭নং ওয়ার্ডের আজু খাইয়া গ্রামের দিল মোহাম্মদের ছেলে।
প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, গত ৩রা ডিসেম্বর সন্ধ্যায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ শাহ আলম নামের একজনকে গ্রেফতার করে এবং তার পায়ের জুতার ভিতর থেকে অভিনব কায়দায় রাখা ১৮৬১পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৫লাখ ৫৮ হাজার ৩০০ টাকা।
ফরিদপুর র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কেএম শাইখ আকতার জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একজন পেশাদার মাদক বিক্রেতা বলে জানান।
গ্রেফতারকৃত শাহ আলমের আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তার করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com