রাজবাড়ী সদরের রামকান্তপুরে বজ্রপাতে গাছ পড়ে ভেঙে গেছে দিন মজুরের একমাত্র বসতঘর

স্টাফ রিপোর্টার || ২০২০-০৯-২৬ ১৪:২২:৪০

image

 রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামে বজ্রপাতে গাছ পড়ে ভেঙে গেছে আব্দুল মজিদ মন্ডল নামে দিন মজুরের টিনের তৈরী একমাত্র বসত ঘর। 
  ফলে থাকার জায়গা না থাকায় প্রতিবেশীর বাড়ীর বারান্দায় আশ্রয় নিয়েছে অসহায় পরিবারটি। গত ২৫শে সেপ্টেম্বর দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
  জানা যায়, গত ২৫শে সেপ্টেম্বর দুপুরে বৃষ্টির মধ্যে বজ্রপাত পড়ে রেনট্রি কড়ই গাছের উপর। আর এতে গাছটি ভেঙে পড়ে দিনমজুর আব্দুল মজিদ মন্ডলের টিনের তৈরী বসতঘরের উপর। ফলে গাছটির ওজনে ঘরটি দুমড়ে মুচরে যায়। এ ঘটনায় আহত হোন ঘরের মধ্যে থাকা আব্দুল মজিদ মন্ডল ও তার ছেলে। বসতবাড়ীর একমাত্র ঘর ভেঙে যাওয়ায় পরিবারটি আশ্রয় নেন এক প্রতিবেশীর বাড়ীর বাড়ান্দায়। সেখানেই খেয়ে না খেয়ে জীবন চলছে পরিবারটির। নতুন আরেকটি ঘর তৈরীতো দুরের কথা ক্ষতিগ্রস্ত ঘরটি মেরামতেরও সামথ্য নেই দিন মজুর আব্দুল মজিদ মন্ডলের।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com