আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ৩৩৮ থানার ওসিকে বদলীর প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।
নির্বাচন কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে গতকাল ৭ই ডিসেম্বর দেশের ৩৩৮ থানার ওসিকে বিভিন্ন থানায় বদলী করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখা। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলীর আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলার পাংশা মডেল, কালুখালী, বালিয়াকান্দি ও গোয়ালন্দ ঘাট থানার থানার অফিসার ইনচার্জ (ওসি)কে বদলী করা হয়েছে। এর মধ্যে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারকে একই জেলার পাংশা মডেল থানায়, পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমানকে শরীয়তপুর জেলার সখিপুর থানায়, কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াসকে গোয়ালন্দ ঘাট থানায়, মুন্সিগঞ্জ জেলার পদ্মা উত্তর থানার ওসি মোঃ আলমগীর হোসাইনকে কালুখালী থানায়, বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামানকে মুন্সিগঞ্জ জেলার পদ্মা উত্তর থানায় এবং মাদারীপুর জেলার রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেনকে বালিয়াকান্দি থানায় বদলী করা হয়েছে।
এ ছাড়াও গতকাল ৭ই ডিসেম্বর সারা দেশের ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে বদলির প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন। এ বদলীর আওতায় এসেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার।
জানা গেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসনকে ঢাকা জেলার দোহার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়েছে। তিনি গত ২০২২ সালের ১২ই জুন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
অপর দিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
ইসি সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকুরী করছেন প্রথমে তাদের; পরে পর্যায়ক্রমে সারা দেশে ওসি বদলির নির্দেশ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ই ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলীর প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলীর প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ায়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com