রাজবাড়ীতে নির্জন সড়কে বিএনপির আন্তর্জাতিক মানববাধিকার দিবস পালন

মহসিন মৃধা || ২০২৩-১২-১০ ১৫:১৬:২১

image

আন্তর্জাতিক মানববাধিকার দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা দলীয় কার্যালয় বাদ দিয়ে শহরের গোদার বাজার সড়কের নির্জন আটাশ কলোনী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

 গতকাল ১০ই ডিসেম্বর বেলা ১২টায় রাজবাড়ী জেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। 

 গতকাল রবিবার সকাল ১০টায় থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী জেলা বিএনপি’র কার্যালয় তালা বদ্ধ থাকলেও বিএনপি’র কার্যালয়ের পাশে আজাদী ময়দানে ছিল জেলা পুলিশের অবস্থান। এ সময় জেলা বিএনপি’র কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিত দেখা যায়নি।

 মানববন্ধন কর্মসূচিতে জেলা বিএনিপর সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম, বিএনপি নেতা মোঃ আব্দুস সালাম মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com