রাজবাড়ীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজবাড়ী জেলা শাখা।
গতকাল ১০ই ডিসেম্বর সকাল ১০টায় রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন সামনের মানববন্ধন কর্মসূচি পালন করেন আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে রাজবাড়ী জেলা বিএনপি’র সদস্য সচিব এডঃ কামরুল আলম, আইনজীবী ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি এডঃ কেএনএম শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরাম এডঃ আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক এডঃ কে এ বারী, ফোরাম সদস্য এডঃ নেকবার হোসেন মনি, সদস্য এডঃ আব্দুর হাকিম খান রিপন, এডঃ এম এ গফুর ও এডঃ রাজিব বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি অহিংস আন্দোলনের মাধ্যমে এ দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন করে যাচ্ছে, সেই আন্দোলনকে ভুলন্ডিত করার জন্য এই সরকার প্রতিনিয়ত শত শত মিথ্যা মামলা দিয়ে সমস্ত নেতা কর্মীকে গৃহহারা করেছে। বর্তমান সরকার আমাদের অহিংস আন্দোলনকে সহিংস রূপ দিয়ে গাড়ী পুড়িয়ে সেই দায়ে আমাদের দায়ী করা হচ্ছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com