আপীলে প্রার্থীতা ফিরে পেলেন রাজবাড়ী-২ আসনের তৃণমূল বিএনপির ফজলুল হক

মোক্তার হোসেন || ২০২৩-১২-১২ ১৪:২৩:৩৫

image

 আপীল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন রাজবাড়ী-২ আসনের তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফজলুল হক।
 গত ১১ই ডিসেম্বর সকালে নির্বাচন কমিশনের আপীল বিভাগ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এস এম ফজলুল হক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে দলীয় মনোনয়ন লাভ করেন।
 গত ৪ঠা ডিসেম্বর সকালে রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে বাছাইতে ঋণ খেলাপীর কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। আপীল করলে গত ১১ই ডিসেম্বর আপীল শুনানীতে তিনি প্রার্থীতা ফিরে পান।
 এ ব্যাপারে যোগাযোগ করা হলে এস এম ফজলুল হক বলেন, নির্বাচনে প্রার্থীতা ফিরে পাওয়ায় তিনি খুশি। নির্বাচনে সকল প্রতিকূলতা মোকাবেলা করে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় যাই হোক না কেন-ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, প্রশাসনের প্রতি সে পরিবেশ গঠনের  দাবী জানান তিনি।
 তৃণমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বড় বন গ্রামের বাসিন্দা। তিনি একজন সফল ব্যবসায়ী।

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com